মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক পরিচয়ে ভুয়া-প্রচারণা করছেন লুটেরচর ইউনিয়নের আব্দুর রাজ্জাক নামে একজন। এ নিয়ে মেঘনার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটিতে তোলপাড়। আহবায়ক কমিটিসহ কমিটির নেতারা বিব্রত বোধ করছেন। এবিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন মেঘনায় কমিটি দুইটি মোঃ শাহ আলম আহবায়ক কমিটির আমি যুগ্ম আহবায়ক কিন্তু সাবেক আহবায়ক শাহ আলম বলেন আমার কমিটি সাবেক, বর্তমান কমিটি আহবায়ক ফরিদ হাউদ সদস্য সচিব মাজেদুল ইসলাম টুটুল। মেঘনা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ফরিদ হোসেন হাউদ বলেন আমার কমিটিতে রাজ্জাক না থাকার পরও বিভিন্ন ব্যানার পোস্টারে যুগ্ম – আহবায়ক পরিচয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই। রাজ্জাক আমাদের জাতীয় শ্রমিক লীগের কেউ না এর ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না। কুমিল্লা উঃ জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন (রকিব) বলেন মেঘনায় কমিটি একটাই এবং এই কমিটির আহবায়ক ফরিদ হোসেন হাউদ ও সদস্য সচিব মাজেদুল ইসলাম টুটুল।