মোঃ শহিদুজ্জামান রনি: সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনায় জাতীয় ভোটার দিবস ২০২৩ অনুষ্টিত। গতকাল ২ মার্চ সকাল ৯ ঘটিকায় সময় র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়। মেঘনা উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা সমাজসেবা অফিসার সমীর কুমার সাহা, বিআরডিবি অফিসার রুমা আক্তার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার সেলিম খান, মৎস্য অফিসার ফিরোজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ সহ উপজেলা পরিষদ—প্রশাসন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ স্থানীয় সাংবাদিক প্রমুখ।