সারাদেশের ন্যায় কুমিল্লা মেঘনা এই শোভাযাত্রা কর্মসূচি পালন করে মেঘনা থানা পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার এর নির্দেশে,সিনিয়র সহকারী পুলিশ সুপার মেঘনা হোমনা সার্কেল স্পিনা রানী প্রামানিক ও মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর পরিচালনায়।
মাক্স পরি, সচেতন থাকি করোনাকে দূরে রাখি,করোনায় মৃত্যু ভয় মাক্স পরে করব জয়"
মাক্স পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ,এই শ্লোগানকে সামনে রেখে এই শোভাযাত্রা,মেঘনা থানা গেইট থেকে মোটর সাইকেল ও গাড়ি করে মেঘনার বিশেষ মোড় ঘোরে, মানিকারচর বাজার, চন্দনপুর বাজার, সহ বিভিন্ন বাজার ঘোরে মেঘনা থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা তদন্ত ওসি জাকির হোসেন,এস আই নাজিম উদ্দিন,এস আই মোরশেদ,এস আই সাইফুল, এ এস আই মেহেদী, টিম মেঘনার সদস্য প্রমুখ।