কুমিল্লার মেঘনা উপজেলা মানিকারচর বাজারে একটি মঞ্চ তৈরি করে করোনা ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর উদ্যোগে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ ও করোনাভাইরাস এর প্রভাব থেকে সুস্থ থাকতে মাক্স ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, রীতিমতো হাত ধোয়া সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক মাইকিং করা হয়, এসময় উপস্থিত ছিলেন মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, এসআই নাজিম উদ্দিন, এসআই নাজির হোসেন, এসআই আসমা বেগম, এসআই সাজ্জাদুর রহমান, এসআই মেহেদী হাসান, এসআই আব্দুল মান্নান প্রমুখ।
মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান কুমিল্লার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-বার এর দিকনির্দেশনায় জেলার ১৮ টি থানায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তিনি আরো জানান যতক্ষণ পর্যন্ত করোনা ভাইরাসের এই প্রভাব না কমবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্যোগ গুলা অব্যাহত থাকবে।