মোঃ আলাউদ্দিন: কুমিল্লার মেঘনা উপজেলায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ মাটিকাটা শ্রমিকদের সর্দার আবুবকর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ১ জানুয়ারি( বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা, হ্যাপী দাস ও সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা এ জরিমানা করেন। জানা যায় বুধবার সকালে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর সঙীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় কৃষি জমির উপরের স্তর কেটে দুটি ষ্টীলের মাটি ভর্তি ট্রলারসহ ৬৪ জন শ্রমিককে আটক করে এবং দুই ট্রলার রামপুর লঞ্চঘাটে জব্দ করে রাখে । পরে শ্রমিকদের সর্দার আবুবকরকে ৫০ হাজার টাকা জরিমানা করে অন্য শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস দৈনিক আজকের মেঘনা কে বলেন কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে এবং নৌ পুলিশ নিয়মিত মামলা রুজু করবে।