শহীদুজ্জামান রনি মেঘনা কুমিল্লাঃ
করোনা ভাইরাসের জন্য গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে, জীবানু ধংস কারী স্প্রে এবং ডেটল সাবান বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে ।
মেঘনা উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের
গোবিন্দপুর গ্রাম, বাজার,মসজিদ, রাস্তা ঘাট,ও সব বাড়ীর আনাচে-কানাচে, এই স্প্রে করা হবে বলে উনারা জানান।
গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশন এর মেম্বারদের সাথে কথা বলে জানা গেছে সামনে এর চেয়েও ভালো কর্মসূচী নিয়ে আসবে এই সংঘটন, যেমন চাল,ডাল,তৈল,পিয়াজ,আলু হতদরিদ্রদের মাঝে বিতরণ করবেন।
আতঙ্ক নয় সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন।
গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সামাজিক মূলক কর্মকান্ড চালিয়ে আসছে এবং চালিয়ে যাবে।
সবার কাছে দোয়া চেয়ে ও ও করোনাভাইরাস থেকে সমগ্র মানবজাতির আল্লাহর কাছে হেফাজত চেয়েছেন গোবিন্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন।