মেঘনায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী যুব আন্দোলন
নাজমুল হোসেন: কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের শাখা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ শুক্রবার সকাল ১০ঘটিকা সময় চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইউসুফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , মুফতি এইচ এম কাউসার বাঙ্গালী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ইসলামী যুব আন্দোলনর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম। চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ মেঘনা উপজেলা ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও ছাত্র অনেকে উপস্থিত ছিলেন।