মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় কুমিল্লা দুই আসনের এমপি সেলিমা আহমেদ মেরী’র আগমন উপলক্ষে মেঘনায় বিভিন্ন জায়গায় পথসভা ও শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৮জুলাই শনিবার বিকাল তিন ঘটিকায় উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা এলাকায় রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান (মুজিব) ও মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হালিমা রহমানের নেতৃত্বে পথ সভার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান এমপি সেলিমা আহমেদ মেরি’কে। এদিকে মানিকারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মানিকারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাতেন খন্দকার এর নেতৃত্বে মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এমপি সেলিনা আহমেদ মেরী’কে। সবশেষে মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নেতৃত্বে লুটেরচর ইউনিয়নের শিকদার কমিউনিটি সেন্টারে চা—চক্রের আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য ১লা জুন দাউদকান্দি থেকে মেঘনা কে আলাদা করে হোমনার সাথে যোগ করে, কুমিল্লা ১ থেকে কুমিল্লা ২ আসনে রূপান্তরিত করে একটি গেজেট স্বাক্ষরিত করে নির্বাচন কমিশন এবং ৩রা জুন মেঘনা উপজেলার রূপকার শফিকুল আলম এর পরিশ্রমের ফসল হিসেবে মেঘনা—হোমনা আসনটি প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার পর থেকে মেঘনা—হোমনার নেতাকর্মীরা সবাই সবার সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রথমবার হোমনা ২ আসনের এমপি সেলিমা আহমেদ মেরি মেঘনায় আসেন, মেঘনার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এমপি সেলিমা আহমেদ মেরি মেঘনা—তিতাস—হোমনা জনগণের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিকল্প নেই, মেঘনা—হোমনা ও তিতাসের মানুষ নৌকা প্রেমী আগামীতেও ইনশাল্লাহ নৌকার জয় হবে। এসময় উপস্থিত ছিলেন দুই উপজেলার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।