মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ সকাল ১১ ঘটিকায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন করা হয়। “থাকবো ভালো, লাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়—গড়ব বাংলাদেশ “এই শ্লোগানকে সামনে রেখে ওকাপ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায়, বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সুবিধা অসুবিধা,বিদেশে অবস্থানরত কর্মীর সুবিধা অসুবিধা, বিদেশে মৃত্যুবরণকারী অভিবাসী কর্মীর সরকারি খরচে দেশে আনা পারিবারিক আর্থিক অনুদান, গুরুতর অসুস্থ হলে কর্মীকে চিকিৎসা দেওয়া, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান, এয়ারপোর্টে পিকআপ সহায়তা, বিদেশফেরত অভিবাসীকে কাজের দক্ষতার উপর আরপিএল সার্টিফিকেট প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অভিবাসী পেশাগত বিদেশফেরত অভিবাসী কর্মীদের ৪% শতাংশ হারে পুনঃ বাসন লোন প্রদান, বাংলাদেশ সরকার প্রবাসীদের গোল্ডেন বয় উপাধিতে ভূষিত করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম, সহ বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে। উপজেলা তথ্য সহায়ক (তথ্যআপা) মুক্তা আকতার লাকি। ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাংবাদিক বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিদেশফেরত অভিবাসী কর্মী বিদেশে অবস্থানরত বেশি কর্মী ও প্রবাসী পরিবারের সদস্যগণ ও বিভিন্ন স্কুলের স্কুলের ছাত্রছাত্রীরা প্রমুখ।