মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা,মেঘনা নদী দূষণ ও দখলরোধ বিষয়ক মতবিনিময় সভা, উপজেলা পরিষদের মাসিক সভাসহ চারটি সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনের নবনির্বাচিত অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি বলেন আমি যেহেতু শিক্ষক তাই শিক্ষার বিষয়টি আমি বেশি দেখবো কারণ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে অর্ধেক অপরাধ এমনিতেই কমে যাবে, মেঘনায় অটোরিক্সা সিএনজির চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়ে বলেন কুমিল্লার মধ্যে মেঘনা-হোমনা আসন হবে রুল মডেল এখানে কোন অবৈধ চাঁদাবাজি কেউ করতে পারবে না, আমি সবাইকে আহবান জানাই কে কার নির্বাচন করেছেন এটা দেখার বিষয় না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ সালের ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রে কাজ করবো। গতকাল ২৪ শে জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়মা রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, মেঘনা থানা উপ-পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।