দ্বিতীয় ধাপে (কোভিড ১৯) করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে সারাদেশে শুরু হয়েছে মৃত্যুর মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার, তারই ধারাবাহিকতায় কঠিনভাবে লকডাউন এর ঘোষণা করে সরকার, সরকারের এই প্রদক্ষেপ ও ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে, সারাদেশের ন্যায় মেঘনা উপজেলা প্রশাসন ও মেঘনা থানা পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় ও মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, উপজেলা প্রশাসন ও মেঘনা থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মেঘনা থানায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন গাড়িতে জরিমানা সহ বাজারের আল বাহার শপিং কমপ্লেক্স এর দুইটি দোকান, সুমাইয়া জুয়েলার্সকে ১০ হাজার টাকা ও নিউ সেভেন স্টার কসমেটিকস কে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়।
মেঘনায় আনসার ভিডিপি, গ্রামপুলিশ ও মেঘনা থানা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে ।
ঘরে থাকুন, সুস্থ থাকুন, অতীব জরুরী না হলে বাহিরে বাহির না হওয়ার জন্য মাইকিং এর মাধ্যমে নির্দেশনা দিয়ে যাচ্ছে প্রশাসন।