মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা, পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা বতর্মানে কিছুটা অস্বাভাবিক রয়েছে। যার কারণে মেঘনাতে বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম দেখা যাচ্ছে। এছাড়া মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, স্থলপথ ও নৌপথে চাঁদাবাজি, নদীপথে অবৈধ ঝোপঝাড়, স্কুল-কলেজের শিক্ষার্থীরা রেষ্টুরেন্টে আপত্তিকর আড্ডা দেওয়াসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটে এমন সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।