প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৫:২০ পি.এম
মেঘনায় অভিবাসী কর্মী উন্নয়ন সংস্থার অভিযোগ ব্যবস্থাপনা কমিটি গঠন।
শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা অভিবাসী কর্ম উন্নয়ন সংস্থা (OKUP) এর আয়োজনে অভিবাসী অভিযোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় গতকাল ১৩ এপ্রিল বুধবার মানিকারচর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। “নিয়ম মেনে বিদেশ যাই অর্থ-সম্পদ দুই-ই পাই” এই শ্লোগানকে সামনে রেখে ওকাপ মেঘনা উপজেলা সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায়, বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সুবিধা অসুবিধা,বিদেশে অবস্থানরত কর্মীর সুবিধা অসুবিধা, বিদেশে মৃত্যুবরণকারী অভিবাসী কর্মীর সরকারি খরচে দেশে আনা পারিবারিক আর্থিক অনুদান, গুরুতর অসুস্থ হলে কর্মীকে চিকিৎসা দেওয়া, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান, এয়ারপোর্টে পিকআপ সহায়তা, বিদেশফেরত অভিবাসীকে কাজের দক্ষতার উপর আরপিএল সার্টিফিকেট প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অভিবাসী পেশাগত বিদেশফেরত অভিবাসী কর্মীদের ৪% শতাংশ হারে পুনঃ বাসন লোন প্রদান, বাংলাদেশ সরকার প্রবাসীদের গোল্ডেন বয় উপাধিতে ভূষিত করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম, সহ বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মানিকারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়া নবী খন্দকার ধনু মানিকারচর ইউনিয়ন পরিষদের মেম্বার বাতেন খন্দকার, হালিম মিয়া, এবাদুল্লাহ মুক্তার, মোশাররফ হোসেন, সাবেক মেম্বার আক্তার হোসেন, সহ ওকাপ কমিউনিটি মবিলাইজার, নাদিয়া সুলতানা লাভলী আক্তার প্রমুখ।
dainikajkermeghna.com