স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনিঃ
১৯-০৩-২০২০ কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর বাজারে দুই পেঁয়াজ ব্যবসায়ী অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে এমন খবর শোনা গেলে সাথে সাথে অভিযানে নামেন উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় ঘটনার সত্যতা পেয়ে দুই ব্যবসায়ীকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এ সময় সাথে ছিলেন মেঘনা থানার এসআই আঃ ছাত্তার ও সঙ্গীয় ফোর্স। ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারা মোতাবেক পেঁয়াজের দাম বৃদ্ধি করায় পেঁয়াজ ব্যবসায়ী আনিস ও আপেল মাহমুদ, কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।