মেঘনায় অটোরিকশার ৪ ব্যাটারি চুরি!
ভিটেমাটিহারা, অসহায়, নিজ গ্রামেই বাড়া থাকেন শেষ সম্বল বলতে একটি অটরিকশা। যেটি চালিয়ে সংসার চালান। আজ মঙ্গলবার সেই অটোরিকশার ৪ টি ব্যাটারি চুরি হওয়ায় পথে বসার অবস্থা। যার কথা বলছিলাম তিনি কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার ইউনিয়নের মাতাবেরকান্দি গ্রামের প্রতিবন্ধীব্যক্তি অটোরিকশা চালক গোপাল চন্দ্র দাস। খুঁজাখুজি করে না পেয়ে মেঘনা থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
আরো পড়ুন : মেঘনায় চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার
অভিযোগ সূত্রে জানা যায় প্রতিদিনের মত রিকশা চালিয়ে গতকাল সোমবার সন্ধায় ভাড়া গ্যারেজে রিকশা রেখে বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার ভোরে গ্যারেজে এসে দেখে রিকশা আছে কিন্তু ৪ ব্যটারি নেই। ভারাক্রান্ত মন নিয়ে সারাদিন খুঁজে না পেয়ে থানায় গিয়ে একটি অভিযোগ করেন গোপাল চন্দ্র দাস । এ বিষয়ে জানতে চাইলে গোপাল চন্দ্র কান্নাকাটি শুরু করে, কিছুই বলতে পারেনি। অভিযোগ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন লোকটা এসেছিলেন অভিযোগ করেছে, বিষয় টি গুরুত্ব দিয়ে দেখা হবে।