মোঃ রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। বুধবার উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
আমি ইতিমধ্যে কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। বাকী সবগুলো পরীক্ষায় কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবো। এ উপজেলায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ করতে পারবো বলে আমি আশাবাদী। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মবর্তা উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মু. গোলাম কিবরিয়া, বিদ্যুৎসাহী সদস্য আবুল কাসেম প্রমূখ ।