মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ২য় শ্রেণীর দুই শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষক সুমন মিয়া (২৯) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানায়, ২য় শ্রেণীর দুই শিশু ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় সুমন। জবানবন্দি রেকর্ড শেষে, তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। অপরদিকে ধর্ষণের শিকার ওই দুই শিশু কুমিল্লার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ডুমুরিয়া গ্রামে ২য় শ্রেণীর দুই শিশু ধর্ষণের শিকার হয়। পরদিন বৃহস্পতিবার সকালে এক শিশুর মা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেলে ওই দিন রাতেই নিজ এলাকা থেকে ধর্ষক সুমনকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। পরে শুক্রবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়।