কুমিল্লার মুরাদনগরে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ,
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সরকারি
বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
শনিবার সকাল ৯টা ৩০মিনিটে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা
জানান কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লা
হারুন এফসিএ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ,
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সরকারি
বেসরকারি প্রতিষ্ঠান।
পরে কবি নজরুল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন
করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
শোক জানাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির
সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ
সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা
উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল
আলম সরকার কিশোর।
জামাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল
ইসলাম কমল।
এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ
সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-আল-রশিদ, বাঙ্গরা বাজার থানার অফিসার
ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ
আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম
আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস
চেয়ারম্যান, সানোয়ারা বেগম লুনা, উত্তর জেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক
সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি
চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল
আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার,
মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক,
মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের
রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ। আলোচনা শেষে ক্ষুদ্র ব্যবসায়ীদের
মাঝে ঋণের চেক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কর্যালয়ে জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী ও
জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি
ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লা হারুন এফসিএ।
পরে বেলা ১২টায় উপজেলার উত্তর জেলা আওয়ামীলীগ কর্যালয়ে শোক দিবস উপলক্ষে দোয়া ও
আলোচনা সভার আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ। উত্তর জেলা আওয়ামীলীগের
সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর
আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লা হারুন এফসিএ। এসময়
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার, সদস্য সারওয়ার
হোসেনসহ কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা
কর্মীরা উপস্থিত ছিলেন।