মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ সারা বিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্কসহ অন্যান্য পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুন বেড়েছে। টাকার অভাবে অনেক হতদরিদ্র মানুষ তা কিনে ব্যবহার করতে পারছেনা। এমন পরিস্থিতিতে হতদরিদ্রের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করতে এগিয়ে আসে মুরাদনগর উপজেলা যুবলীগ । মুরাদনগরের মাটি ও মানুষের নেতা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্শেনায় ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরাদনগর বাজার এবং কোম্পনীগঞ্জ বাজারে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন ও উভয় বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, ওমর ফারুক দেলোয়ার, বশিরুজ্জামান মুন্সি, নবীপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান, প্রমূখ।