মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রফিক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলা নবীপুর মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
জানা যায়, বন্ধুদের সঙ্গে শুক্রবার রাতের বেলায় স্থানীয় নজীর মিয়ার উঠানে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।