কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের
নির্দেশনায় উপজেলার ৩নং আন্দিকোট ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন
আন্দিকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক সরকার মজিব। ফারুক সরকার মজিব উপজেলার হয়দরাবাদ গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে।
শনিবার সকালে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কায়কোবাদ ফোরামের সদস্যদের সহযোগীতায় আন্দিকোট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের পারস্পরিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে গিয়ে প্রায় ৫’শ পরিবারের মাঝে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও তেল।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লতিফ মাষ্টার, শাহ জাহান হায়দার, যুবদল নেতা মনির হোসেন, আন্দিকোট ইউনিয়ন সাইভার ইউজার দলের সভাপতি মোকবুল হোসেন বিলাস, আন্দিকোট ইউনিয়ন কায়কোবাদ ফোরাম অনলাইনের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক গাজী আশ্রাফুল ইসলাম সজিব মুন্সি, ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম সাগরসহ স্থানীয় নেতা কর্মীরা।