প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২০, ৬:২০ পি.এম
মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় মুরাদনগর সেন্ট্রাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল প্রঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৪টি ইভেন্টে ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী ১৬২জন প্রতিযোগীর মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।মুরাদনগর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।সোহেল রানা ও নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রমেন কুমার সাহা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সম¤œয়কারী আফজালের রহমান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেল রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরাবৃন্দ।
dainikajkermeghna.com