মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে প্রয়োজন ডটকম নামে একটি অনলাইন শপের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫জন তরুন উদ্যোক্তার প্রচেষ্টায় সোমবার দুপুরে ৪৯তম মহান বিজয় দিবসে উপজেলার কোম্পানীগঞ্জ কলেজ সুপার মাকের্টের ২য় তলায় এই অনলাইন শপের শুভ মহরত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, নুর নবী হাসান শাওন, সুলতান মুহাম্মদ ফয়সাল, আশফাক চৌধুরী, মিঠুন চন্দ্র দাষ, আশিক,ফয়সাল। মিলাদ ও মোনাজাত করেন মাওলানা মোশারফ হোসেন।
প্রয়োজন অনলাইন শপের উদ্যোক্তারা জানান এখান থেকে অনলাইনের মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দমত বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবে এবং আউটসোসিংয়ের মাধ্যমেও বিভিন্ন ডিজাইন ও কনটেন্ট সংগ্রহ করতে পারবে। পাশাপাশি যারা আউটসোসিংয়ের কাজ করতে আগ্রহী তারাও এখানে সুযোগ পাবে। উদ্যোক্তারা আরো জানান, এখন অনলাইনের যুগ, এখন আর বেকারত্ব নিয়ে ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। তাই অন্যোর চাকুরীর আশায় বসে না থেকে নিজেরা উদ্যোক্তা হয়ে নিজের ও পাশাপাশি অন্যের কর্মসংস্থানের লক্ষ্যেই আমাদের অনলাইন প্লাটফর্ম। প্রয়োজন ডটকমের ৫জন উদ্যোক্তারা হলেন এম এইচ শুভ,ফরহাদ উদ্দিন ইতি, সাখাওয়াত, ইমরান ও রবিউল।