কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্ট ভূক্ত কথিত উপজেলা তরুণলীগের সভাপতি আবু বকর
সালাফি (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ এস আই মোঃ
হানিফ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোরা বাজার
এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু বকর সালাফি উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা
গ্রামের হাজী কারী আবু মুছার ছেলে।
থানায় একাধীক মামলা, ব্যাংক থেকে প্রতারণা করে টাকা উত্তোলন, ইয়াবা
বিক্রিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, তার
বিরুদ্ধে জি.আর ৬৮/১৯ চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট
রয়েছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।