মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ “ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্যকে সামণে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় র্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২০। সোমবার (২মার্চ) সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা নির্বাচন অফিসের এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহমদ সিকদার এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রমেন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমানসহ উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।