“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধণ” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০
পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও অফিস সহকারি আব্দুল জলিলের
সঞ্চালনায় সভায় জন্ম নিবন্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ
সরকার, পুর্বধৈর পূর্বে ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সমকাল পত্রিকার মুরাদনগর
উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মদ ও দারোরা ইউনিয়ন পরিষদের সচিব নাঈম সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব ও উদ্যোগতারা উপস্থিত ছিলেন।