কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকায় বসবাসরত উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়ার নিজস্ব অর্থায়নে শনিবার দুপুরে তাঁর নিজ বাড়িতে ৪’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর
রহমান, সমাজ সেবক আব্দুল আউয়াল ইস্তার, ছাত্র নেতা নাজমুল হাসান, ইউপি সদস্য আনিছুজ্জামান দুলাল, মোশাররফ হোসেন মোক্তার, এম এ হান্নান ভুইয়া, মোখলেছ মিয়া, নজরুল ইসলাম, আবুল বাশার, মিলন মিয়া ও তানভীর হোসেনসহ এলঅকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে ব্যবসায়ী শামীম মিয়া মুঠোফোনে বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষগুলো এখন খুবই অসহায় ভাবে দিনযাপন করছে। তাদের পাশে থেকে সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সকল সামাজিক সংগঠন অসহায় মানুষগুলোর পাশে দাড়ালে কর্মহীন মানুষগুলো সামন্যতম স্বস্তি পাবে বলে আমি আশা করি। আমার সাধ্যমতো আমি দুর্যোগ চলাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।