সারা বিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্কসহ অন্যান্য পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুন বেড়েছে। টাকার অভাবে অনেক হতদরিদ্র মানুষ তা কিনে ব্যবহার করতে পারছেনা।
এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় সোমবার বিকেলবেলা। হতদরিদ্রের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করতে এগিয়ে আসে রানীমুহুড়ী ন্যাশনাল ক্লাব উপজেলা জাহাপুর ইউনিয়ন রানীমুহুড়ী ন্যাশনাল ক্লাব উদ্যোগে পথচারী সাধারণ জনগনের মাঝে ৮০০ পিচ মাস্ক ও জীবানুনাশক স্প্রে করেন। এ প্রতিষ্ঠানটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক মূলক কাজে তারা অংশগ্রহণ করে থাকেন। এবং সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। ওই সময় সকলের উদ্দেশ্য বলেন- নিজের জীবন বাচাতে সবাই সচেতনতার সাথে চলুন,প্রবাসীদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখুন, নিজে বাচুঁন, অপরকে বাচঁতে সহায়তা করুন।