মো:রাসেল মিয়া,মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’এই শ্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার মিজানুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিনাল মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, মোশারফ হোসেন, তোফায়েল আহম্মেদ, কবির হোসেন, আসলাম কবির, আয়শা আক্তার, নাছির উদ্দিন, সুফি আহম্মদ, হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, মোঃ বাছিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা উপস্থিত ছিলেন।