উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের (পরিকল্পনা-২) উপ-প্রধান দীপক কুমার সরকার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, খামার বাড়ীর উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন (৩য় পর্যায়) এর প্রকল্প পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের স ালনায় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসারফ হোসেন কৃষক আনু মিয়া, জহির মিয়া, আবুল বাসার।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সত্যরঞ্জন দত্ত, তোফায়েল আহাম্মদ, কবির আহাম্মদ, মোজাম্মেল হক বাছির প্রমুখ। মাঠ দিবস শেষে রোপা আমনের নমুনা শস্য কর্তন উদ্বোধন করেন অতিথিরা। এসময় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।