বিল্লাল মোল্লা স্টাফ রিপোর্টার তিতাস, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি লালমাই মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় । খেলায় কুমিল্লা জেলার ১৭ টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনদল সহ মোট ১৮ উপজেলা দল অংশগ্রহণ করেন। এর প্রধান পৃষ্ঠপোষক ও সহযোগিতায় ছিলেন ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। চান্দিনা উপজেলা বনাম তিতাস উপজেলার মধ্যেকার প্রথম রাউন্ডের খেলায় চান্দিনা টসে জয়লাভ করে তিতাস উপজেলা দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। তিতাস উপজেলা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট এর বিনিময় এই মাঠে সর্বোচ্চ স্কোর ২৪২ রান করেন।২৪৩ রানের টার্গেটে চান্দিনা উপজেলা দল ১৬৯ রান করে সকলেই অলআউট হয়। ৭৩ রানের জয় পায় তিতাস উপজেলা দল। তিতাস উপজেলার পক্ষে সর্বোচ্চ রান করেন ২৬ বলে ৬৯ রান মোঃ শরীফ, যার মধ্যে ছিল নয়টি ছক্কার মার,ম্যান অব দ্যা ম্যাচ মোহাম্মদ শরীফ। তিতাস উপজেলা ক্রিকেট টিমকে উৎসাহ দিতে মাঠে চলে আসেন উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস সহকারী কমিশনার (ভূমি)রুবাইয়া খানম, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, তিতাস ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজাহারুল ইসলাম, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল্লাহ, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আব্দুল মান্নান, শিক্ষা অফিসার শরীর রফিকুল ইসলাম, জাইকার অফিসার নাজমুল হক, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।