দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী গোবরা ইউনিয়ন পরিষদ। রোববার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টুর্ণামেন্টের আয়োজক গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধূরী সফিকুল ইসলাম টুটুল। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের উদ্বোধন হবে এবং ১০ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের শেষ হবে।
গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া মাঠে এ টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো, নিলফা বুল, গোবরা ইউনাইটেড এফসি, এসজি সিটি ফুটবল ক্লাব, সিবি থান্ডার্স, টিম টর্ণেডো, সিজি স্পোটিং, সিজি টাইগার্স ও ভি অ্যান্ড সি অরিওরস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ৭১ সালে পাক হানাদার বাহিনীর হতে নিহত গোবরা ইউনিয়নের ৪ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হবে। সংবাদ সম্মেলন শেষে চ্যাম্পিয়ন ট্রফির মোড়ক উন্মোচন করা হয়। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানিসহ টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন।