কুমিল্লা মেঘনায় মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জাকির হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাহার আত্মার মাগফেরাত কামনায়, হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২ শতক জমি বিনা আক্তারকে দান করেন।
দানবীর জাকির হোসেন জানান গত ২১-০২-২০২১ ইং এ ব্যাপারে মেঘনা থানায় একটি চিঠি ইস্যু হয় মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মাজিদ আমাকে অবগত করলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়ন তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই ,আমি মনে করি আমরা সমাজের বিত্তবান যারা আছি সবাই এরকম এগিয়ে আসলে বীণার মত এরকম হাজারো ভূমিহীন মাথা গোঁজার ঠাঁই পাবে।
ভূমিহীন বিনা আক্তার বলেন, জাকির হোসেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,
বাংলাদেশ পুলিশ সহ এই কাজে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য।
মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার কাছে চিঠি ইস্যু হলে, আমি জাকির হোসেন এর সাথে শেয়ার করি এবং উনি উদ্যোগ নিয়ে দুই শতক জমি বিনা আক্তার কে দান করেন ।