মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিনামূল্যে প্রায় ২শ লোকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা সদরে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র সভাপতি আমিনুর রহমান তুহেল।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক আছকর হুসাইন রামিম, রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, জাহেদ আহমদ, মাহিন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাইফুল্লাহ আল মাসুম, শাহাবুল ইসলাম আরিফ, সাইফুর রহমান, দপ্তর সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ রাজিব, সদস্য লুৎফুর রহমান, মাছুম আহমদ, সাব্বির আহমদ, হাবিবুর রহমান, শাকিল আহমদ, শান্ত, আহসান, শহিদুল, রুহুল, আশিক, কয়েছ এবং সম্মানিত সদস্য শাহিদুর রহমান, খালেদ আহমদ প্রমুখ। রক্তের গ্রুপ নির্ণয় করেন সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ২য় বর্ষের শিক্ষার্থী আশরাফুল আসিফ আহমেদ, শাহরিয়ার আহমেদ নাহিদ, জাহেদুল ইসলাম, তোফায়েল হোসেন মিলন।