
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতীতে পাওনা টাকা
চাওয়া কেন্দ্রিক দুই পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৭৫) নামে
এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ৬০ জন
আহত ও বেশ কয়েকটি বসত বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাহেব আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের
তৈয়ব আলী মুন্সির সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে
আসছিলো। এর জেরে দু’পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে
মুক্তিযোদ্ধা সাহেব আলীসহ উভয় পক্ষের ৬০ জন আহত হয়।
তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
সেখানে দায়িত্বরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল) আনোয়ার
হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকারের শরীরে কোনো আঘাতের চিহ্ন
নাই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই ময়নাতদন্ত নিশ্চিত
ছাড়া কিছু বলা যাচ্ছে না।