প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০১৯, ৩:৩৮ এ.এম
মিষ্টি মারিয়া অভিনীত দুটি ছবি এবার ঈদে দর্শকরা দেখতে পাবেন।
- মিষ্টি মারিয়া অভিনীত দুটি ছবি এবার ঈদে দর্শকরা দেখতে পাবেন। ছবিগুলো প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবি দুটি হচ্ছে আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’। মিষ্টি মারিয়া ছবি দুটি নিয়ে বলেন, দুটি ছবিতে দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। ‘আলোয় ভুবন ভরা’ ছবিতে আমার চরিত্রের নাম আলো। এখানে চঞ্চল, দুষ্টু ও সাহসী একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটিতে অনেক বৈচিত্র্য রয়েছে। অন্যদিকে ‘ভালোবাসার উত্তাপ’ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে ছুটি। চঞ্চল একটা মেয়ের চরিত্র এটিও। তবে মেয়েটার শারীরিক অসুস্থতার কারণে একটা সময় ভালোবাসার মানুষকেও তার মনের কথাটা বলতে পারে না। একটা সময় মেয়েটা জানতে পারে সে মারা যাবে। দারুণ একটি গল্প। দুটি ছবি নিয়েই আমি বেশ আশাবাদী।
‘আলোয় ভুবন ভরা’ ছবিতে মিষ্টি মারিয়ার বিপরীতে সাইফ খান এবং ‘ভালোবাসার উত্তাপ’ ছবিতে চিত্রনায়ক ইমন অভিনয় করেছেন। এদিকে এ দুটি ছবির বাইরে মিষ্টি মারিয়া ‘মানুষ কেনো অমানুষ হয়’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন। মূলত ক্যামেরার সামনে এটিই ছিল তার প্রথম ছবি। এ ছবিটি পরিচালনা করেছেন আহমেদ ইলিয়াস ভুঁইয়া। এ ছবিটিও সামনে মুক্তি পাবে।
dainikajkermeghna.com