চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই বাসের অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম সেতারা আক্তার (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল পথচারী সেতারা আক্তার। এ সময় চট্টগ্রাম ফেনী রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে বাঁচাতে গিয়ে মহাসড়কের উপরেই উল্টে যায়। শেষ পর্যন্ত গাড়ি চাপায় মারা যান ওই নারী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেইনে প্রায় ১৫ মিনিট যানজট ছিলো। পরে দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করলে যানজট নিরসন হয়।সূত্র:- ইত্তেফাক