রাজধানীর মিরপুরে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মে) সন্ধ্যায় পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় শিশু আলিফ বাসার সামনের রাস্তায় খেলার সময় একটি বাস তাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঘাতক বাসটিতে চালকের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। একপর্যায়ে বাসটি শিশুটিকে চাপা দেয়। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: ঢাকায় তিন হসপাতালে পানি হাহাকার
ঘটনার পরপরই এলাকাবাসী বাসটি ভাংচুর ও বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।