জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি সিনেমাটোগ্রাফার (চিত্রগ্রাহক) মাহফুজুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
৯বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রগ্রাহক বর্তমানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছে তার পরিবার।
মাহফুজুরের পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় নাস্তা খেতে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার কাশির সঙ্গে প্রচুর ব্লিডিং শুরু হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) তার সিটি স্ক্যান করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছেন তিনি।
পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। দেশের অনেক পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন।