এই ঐতিহ্যবাহী বাজারে মেঘনার সাধারণ জনগন কেনাকাটা করে থাকেন অনেক বেশি। সেই জন্য মানিকার চর বাজারটি খুবই জনবহুল।
মানিকার চর বাজারকে নিরাপওা দিতে, নিরাপত্তা কর্মীদের নাইট গার্ড পোশাক প্রদান করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হারুন-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মজিদ। অএ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হারুন-অর-রশিদ ,মানিকার চর বাজার কমিটির সভাপতি জনাব মোঃ ফজলুল হোক মেম্বার, সাধারণ সম্পাদক জনাব মোঃ তানভীর আহমেদ, বাজার কমিটির সদস্য মোঃনবীর হোসেন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আমি মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে এখন পর্যন্ত অএ বাজারে কোনরূপ চুরি,ডাকাতি এরূপ কোন ঘটনা ঘটেনি।আমি মানিকার চর বাজারে নিরাপত্তা দিতে আমার পরিষদের পক্ষ থেকে ৫টি সোলার স্টিক লাইট প্রদান করেছি।
ভবিষ্যতে ও মানিকার চর বাজারে যেন কোনরূপ সহযোগিতা লাগে আমি আপনাদের সহযোগিতা করব।ইনশাআল্লাহ।