ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদারবাজার ফয়জুল উলুম হাফিজিয়া সিনিয়র আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত ‘মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসা এক্স-স্টুডেণ্ট ফোরাম ইউএসএ’র কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গঠিত ফোরামের কর্মকর্তারা গত ২২ আগস্ট (রোববার) জুম এ্যাপস’র মাধ্যমে শপথগ্রহণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান ছালিক মিয়া। শপথ বাক্য পাঠ করান ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য আজিজ আহমদ ছালিক। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা সদস্য আব্দুল মতিন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ফোরামের সভাপতি মালিক শেখ। দোয়া পরিচালনা করেন ফোরামের কার্যকরি কমিটির কোষাধ্যক্ষ মো. বদরুল আলম। এর আগে গত ০৫ জুন আমেরিকায় অবস্থানরত মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে জুম এ্যাপসের মাধ্যমে আয়োজিত সভায় ‘মাদার বাজার এফইউ সিনিয়র মাদরাসা এক্স-স্টুডেণ্ট ফোরাম’ গঠন করা হয়। সভায় মালিক শেখ-কে সভাপতি এবং শফিকুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি খন্দকার সামছুজ্জামান, সহ সধারণ সম্পাদক এনামুল হক মান্না, কোষাধ্যক্ষ মো. বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালিক, প্রচার সম্পাদক আহমাদুর রহমান। ফোরামের গঠিত উপদেষ্টা কমিটির কর্মকর্তারা হলেন প্রধান উপদেষ্টা আজিজুর রহমান ছালিক মিয়া, উপদেষ্টা আজিজ আহমদ ছালিক, মো. এমদাদুর রহমান, মো. আব্দুল মতিন। এছাড়া বাংলাদেশ থেকে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, আবদুর রউফ মাষ্টার, মাওলানা আবদুল মোছাব্বির রাঙ্গাপুরী এবং মাওলানা মোহাম্মদ আলী।