সমাজ গঠন করা এবং দুর্নীতিকে পরিহার করা প্রতিটি সচেতন মানুষের একটি স্বপ্ন। তাই প্রতিটি সচেতন নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে মাদক দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সে প্রেক্ষিতে উলামায়ে কেরামদের উপর দায়িত্ব বর্তায় মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সুন্দর চরিত্র এবং মানুষ দিয়ে সমাজ বিনির্মাণের অঙ্গীকারের মাধ্যমে তার পাশাপাশি দুর্নীতি এবং মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে "বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন" কর্তৃক আয়োজিত সেমিনারে বিভিন্ন আলেমদের আলোচনা তুলে ধরা হয়। এতে উপস্থিত থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এবং মুফাসসিরগণ।