বগুড়া সান্তাহার রেলওয়ে থানা পুলিশ চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার দিবাগত রাতে ঙ বগি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী সাংবাদিকদের জানান রেলওয়ে থানার পুলিশ সুপারের দিক নির্দেশনায়, এক মাদক বিরোধী অভিযানে তার নেতৃত্বে এস, আই আবু তাহের, ও এ, এস, আই মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর রেলওয়ে জংশনে, যাত্রীদের ব্যাগ রাখা বক্সে তল্লাশি চালিয়ে একটি ট্রাভেল ব্যাগে অভিনব কায়দায় রাখা মালিকবিহীন ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনজের আলী জানান ট্রেনযোগে মাদক পাচারের চলমান অভিযান অব্যাহত থাকবে।