লিটন সরকার বাদল,
শিক্ষা নিয়ে গড়ব দেশ,
শেখ হাসিনার বাংলাদেশ।
স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ১ জানুয়ারি -২০২০ বুধবার সকালে, দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া গ্রামের মাতৃছায়া একাডেমির পাঠ্য পুস্তক বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ফুটবলার, রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী মাতৃছায়া একাডেমির পরিচালনা কমিটির সভাপতি , সমাজ সেবক মোঃ জামাল হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জামাল হোসেন মোল্লা তিনি বলেন, প্রতিটি ছাত্রছাত্রীকে নতুন বই হাতে নিয়ে শপথ করতে হবে, মাতৃছায়া একাডেমীর নাম অক্ষুন্ন রেখে, দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে নিজেদেরকে একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তোমরাই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীদের।
মাতৃছায়া একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ বায়জিদ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাতৃছায়া একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ মানিক মিয়া, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, শ্রী সাগর চন্দ্র সরকারসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।