কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে গেছে। বুধবার মাঝরাতে হঠাৎ সেতুটি দেবে যায়। ফলে সড়কের উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও রোগীরা।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায়। এটি সওজ বিভাগকে অবহিত করার পর পরই দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শুরু হয়। বৃহস্পতিবার সকালে দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শেষ হলেও এক লাইন দিয়ে যান চলাচল করছে।
আরো পড়ুন : ঘর পেয়ে খুশী নান্দাইলের ৪৪১ পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দু’পাশে আটকাপড়া যাত্রীরা হেটে ব্রিজ পার হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছেন। রাতে সড়কের উভয় পাশে পুলিশ মোতায়েন করা হয়।সূত্রে:- ইত্তেফাক