মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য দাউদকান্দিতে ৮০টি জেলে পরিবারকে ১৬০টি ছাগল বিতরণ।
দৈনিক আজকের মেঘনা ডট কম, লিটন সরকার বাদল,
মাছের প্রজনন মাস হিসেবে আগামী ছয়মাস জেলেদের মাছ ধরা বন্ধ। নদীতে মাছ ধরেই সাধারণত জীবিকা নির্বাহ করেন তারা। মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।
এরই অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে ৮০টি জেলে পরিবারকে (প্রত্যেক পরিবারকে এক জোড়া করে) মোট ১৬০টি ছাগল দেয়া হয়েছে। সোমবার (১৩ মে ২০১৯) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলেদের হাতে ছাগল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। পশু ও মৎস্য অধিদপ্তরের স্থানীয় শাখার আয়োজনে এই ছাগল বিতরণ করা হয়।
এ সয়ম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সেলিম, উপজেলা কৃষি অফিসার সারোয়ার জামান, উপজেলা মৎস কর্মকর্তা মোসা নাজমা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।