মাগুরায় কাভার্ড ভ্যাসের চাপায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের ৬ যাত্রী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদর উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে একটি মাইক্রোবাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাস চালক এরশাদ। পরে আহত ৬ যাত্রীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।