কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম বলেছেন বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও মহান আল্লাহ্ পাক দয়া করে আমাদেরকে যে সুস্থ রেখেছেন এ জন্য শোকরিয়া আদায় করছি। যখন বিশ্ব ব্যাপী করোনা মহামারিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে সেই সময়ে আল্লাহ্ পাক দয়া করে যে আমাদেরকে সুুুুস্থা ভাবে পবিত্র কোরআন- হাদিছের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফীক দান করেছেন তা আল্লাহ্'র অশেষ মেহেরবানি। আল কোরআন সমস্ত সৃৃৃৃষ্টি জগতের মালিক আল্লাহ্ পাকের বক্তব্য আর আলহাসিছ আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর বক্তব্য। আর আমাদের প্রিয় নবী খেয়াল খুসী মত কোন কথা কলতেন না। তিনি গতকাল ৪ জানুয়ারি বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী ধূপাখালী গ্রামে মরহুম হাজী কালু মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত সকল কবরবাসীর আত্নার মাগফিরাত কামনায় ৪র্থ বার্ষিকী ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি'র বক্তিতায় এসব কথা বলেন । এ সময় তিনি আরো বলেন এই মাহফিল এমন এক বরকতময় মাহফিল যে মাহফিলে পবিত্র কোরআন ও হাদিছে পাক নিয়ে আলোচনা হয়। যার সাথে পৃথিবীর আর অন্য কোন মাহফিলের তুলনা হয় না। কারণ তামাম দুনিয়ার পানিকে কালি বানিয়েও কোরঅান ব্যাখ্যা শেষ করা যাবে না। এই বরকতময় মাহফিলে আগত শ্রদ্ধেয় আলেমগনের কাছে এলাকার কবরবাসীদের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন। বিজিবি'র অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার মোঃ রুহুল আমিন কুদ্দুছের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ বুরহান উদ্দিনের সহ- সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইসলামী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম । সভায় কোরআন ও হাদিছের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন হযরত মাওঃ মোঃ আলী আল হাবিবী (ঢাকা),হযরত মাওঃ মুফতি আতিক উল্লাহ ( নরসিংদী), হযরত মাওঃ নাসির উদ্দিন রহমানী ( মুহাদ্দিস নূরুল উলুম কুলিয়ারচর) হযরত মাওঃ সাইফুল্লাহ সাদী (বি- বাড়িয়া) সহ স্থানীয় উলামায়ে কেরাম। পরে এলাকাবাসী সহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ - জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।