কুমিল্লার মেঘনায় মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, জাকির হোসেন, দিনের বেলা বিভিন্ন কাজের ঝামেলায় ব্যস্ত থাকলেও রাতেই ছুটে চলেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, আজ বাঘাই কান্দা জামে মসজিদ, মানিকারচর এমদাদুল উলুম কারিমিয়া মাদ্রাসা, বড় নোয়াগাঁও কবরস্থান ও কবরস্থানের রাস্তা, বড় নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদ ও গৃহহীন একটি পরিবারের ঘর পরিদর্শন শেষে তিনি এই বক্তব্য রাখেন, তিনি আরো বলেন আমার পরিবার ছেলে সন্তানের জন্য যা করেছি তা দিয়ে তাদের বাকি জীবন কেটে যাবে, এখন আমার জীবনের আয়ের টাকা দিয়ে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ধর্মীয় কাজে ব্যয় করে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন,, দান করার তৌফিক আল্লাহ সবাইকে দেননা, আমাকে আল্লাহ দিয়েছে, তাই আল্লাহর দেয়া নেয়ামত, আমি আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করছি মাত্র।