মাদককে দুরে রাখি, খেলাধুলায় ব্যস্ত থাকি, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম আবুল ফরিস সৃতি টুর্নামেন্টের ৩ য় আসরের আয়োজন করেন মেধাবী কল্যাণ সংস্থা। শনিবার বিকাল ৪:০০টায় চিলমারী নৌ বন্দর বনাম মেধাবী কল্যাণ সংস্থার মধ্যকার ফাইনাল ম্যাচটি অনিষ্ঠিত হয় চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম আশেক আকাঁ যুগ্ন সাঃ সম্পাদক রমনা মডেল ইউপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ আশিক ইকবাল লেলিন প্রধান শিক্ষক চিলমারী উচ্চ বিদ্যালয়, সাজেদুল ইসলাম সাজু, সাইফুল ইসলাম লিপু,আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মোঃ আলম সহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন মেধাবা কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ মরহুম আবুল ফরিস সৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করার জন্য।